আরদাবিলে চালু হচ্ছে যাযাবর তাঁবু হোটেল
পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/08/3870454.jpg)
ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় আরদাবিল প্রদেশে একটি যাযাবর তাঁবু হোটেল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে। স্থানীয় এক পর্যটন কর্মকর্তার কাছ থেকে এই তথ্য জানা গেছে।
রোববার জাহাঙ্গীর শাহবাজি নামে ওই কর্মকর্তা বলেন, যাযাবর তাঁবুর সমন্বয়ে গঠিত এই হোটেল ইরানে এই প্রথম নির্মিত হচ্ছে। প্রাচীন শহর কাওছারের অন্যতম একটি কৃষিপর্যটন ফার্মে হোটেলটি চালু করা হবে।
তিনি বলেন, ঐতিহ্যগত ও আদিবাসী জায়গার জন্য ক্রমবর্ধমান চাহিদার কারণে এই ধরনের হোটেল পর্যটকদের জন্য প্রাপ্তিসাধ্য হবে।
শাহবাজি অরও বলেন, এছাড়াও বোনা আইটেম ও অন্যান্য পণ্যের মতো যাযাবার পণ্য পর্যটকদের সামনে উপস্থাপন করা হবে। এতে করে যাযাবার এলাকাগুলোতে পর্যটক বৃদ্ধির সাথে সাথে সংশ্লিষ্ট পণ্য বিপণন অব্যাহতভাবে আরও জোরদার হবে। সূত্র: তেহরান টাইমস।