বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আরকিউ-১৭০’র ইরানি ভার্সনের জন্য নাম চাইল আইআরজিসি

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০১৪ 

news-image

মার্কিন ড্রোন আরকিউ-১৭০’র ইরানি ভার্সনের জন্য উপযুক্ত নাম চেয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ক্ষুদে বার্তার মাধ্যমে নাম প্রস্তাব করার জন্য ইরানি জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। ড্রোনের জন্য সর্বোত্তম নামের প্রস্তাবকারীকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। নাম পাঠানোর জন্য একটি বিশেষ নম্বরও ঘোষণা করেছে আইআরজিসি।

কয়েক দিন আগে মার্কিন ড্রোনটির ইরানি ভার্সন প্রথমবারের মতো সফলভাবে আকাশে উড়েছে। ড্রোনটি উড়ার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ওই ফুটেজ বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেল সম্প্রচার করেছে।

২০১১ সালের ৪ ডিসেম্বর আইআরজিসি’র ইলেক্ট্রনিক যুদ্ধ ইউনিট ইরানের আকাশে ঢোকার পর রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন আরকিউ-১৭০ ড্রোন সফলভাবে নামিয়ে আনে। মার্কিন লকহিড মার্টিন কোম্পানির তৈরি এ ড্রোনটি আফগান সীমান্ত দিয়ে ইরানের আকাশসীমায় ঢুকেছিল। মার্কিন আরকিউ-১৭০ ড্রোনটি আটকের পর এর কারিগরী বিষয়ক তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হন ইরানি বিশেষজ্ঞরা।

রেডিও তেহরান, ১৫ নভেম্বর, ২০১৪