মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আরও ১০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৩ 

news-image

ইরানের মহাকাশ সংস্থা আরও ১০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে প্রস্তুত। অত্যাধুনিক দেড় টন ওজনের একটি বায়োস্পেস ক্যাপসুল উম্মোচনের পর বায়োস্পেস প্রযুক্তিতে দেশটির উল্লেখযোগ্য অগ্রগতি সামনে এসেছে।

মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান অতিরিক্ত উপগ্রহগুলির আসন্ন উৎক্ষেপণের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, ইরানি নতুন বছরের (২১ মার্চ ২০২৪ থেকে যা শুরু হবে) আগে আরও উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা চলমান রয়েছে। এর অংশ হিসেবে নতুন একটি দেড় টন ওজনের জৈব ক্যাপসুল উম্মোচন করা হয়েছে।দালিরিয়ান বিভিন্ন দেশের মহাকাশ কার্যক্রমে ব্যাপক সম্পৃক্ততার কথা তুলে ধরেন। সূত্র: মেহর নিউজ