বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আরও সহজ হলো মার্কিন নাগরিকদের ইরান ভ্রমণ

পোস্ট হয়েছে: জুন ৭, ২০১৭ 

news-image

মার্কিন নাগরিকদের জন্য আরও সহজ হয়েছে পারস্য উপসাগরীয় দেশ ইরান ভ্রমণ। যুক্তরাষ্ট্রের নাগরিকরা পর্যটকের ভিসা নিয়ে যাতে সহজে ইরান প্রবেশের সুযোগ পায় সে লক্ষ্যে ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান করেছে তেহরান।

সোমবার ইরানের পর্যটন পরিচালনা সমিতির প্রধান নির্বাহী ইব্রাহিম পুরফারাজ এই তথ্য জানিয়েছেন।সংবাদ সংস্থা ইসনা ইব্রাহিমের বরাত দিয়ে জানায়, আগের চেয়ে মার্কিন নাগরিকদের জন্য ভিসা আবেদনের সময় কমানো হয়েছে। অতীতে যেখানে অন্তত এক মাস সময় লাগতো সেখান থেকে কমিয়ে এখন দুই সপ্তাহে নামিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, মার্কিন পর্যটকরা এ দেশে বেশি সময় ব্যয় করেন বলে বিবেচনা করা হয়। তাই নতুন পদক্ষেপে দেশটির পর্যটকদের এই বিশেষ সুবিধা দেয়া হয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানসহ ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তা সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার ও পর্যটন খাত বিকাশে অঙ্গীকারাবদ্ধ ইরান। সূত্র: তেহরান টাইমস।