রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আম্মান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ইরানের ‘ওয়ান্স আ ওম্যান’

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০২০ 

news-image

চলচ্চিত্র নির্মাতা জলিল সেহহাত পরিচালিত ইরানি ফিচার ‘ওয়ান্স আ ওম্যান’ জর্ডানের ২০২০ আম্মান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (এআইএফএফ) দেখানো হবে। রাজধানী আম্মানে উৎসবের এবারের উদ্বোধনী পর্ব ১৩ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘ওয়ান্স আ ওম্যান’ চলচ্চিত্রে কয়েকটি চরিত্র তুলে ধরা হয়েছে। তারা নিজেদের ও চারপাশের বিশ্ব সম্পর্কে আরও বেশি জানতে অনুসন্ধান চালান। ফিচারটিতে মূলত তাদের এই অনুসন্ধানের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।

চলচ্চিত্রকার জলিল আকবারি সেহহাত পরিচালিত ছবিটির কাহিনী লিখেছেন মোহাম্মাদ রহমানিয়ান, প্রযোজনা করেছেন অজিতা মোগুয়ে।

কেনিয়া, কানাডা ও ইরানে ‘ওয়ান্স আ ওম্যান’ এর শুটিং করা হয়। ছবিটিতে শীর্ষ চরিত্রে অভিনয় করেছেন ঘাজাল শাকেরি ও পেজমান হাদাভি।

এর আগে ২০১৯ সালের ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর তিউনিসিয়ায় অনুষ্ঠিত ২০১৯ কারথেজ ফিল্ম ফেস্টিভালে (সিএফএফ) দেখানো হয় ইরানি ফিচারটি। – মেহর নিউজ ।