মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আমেরিকায় সেরা পরিচালক অ্যাওয়ার্ড জয় ইরানি ছবির

পোস্ট হয়েছে: মার্চ ২৭, ২০১৯ 

news-image

আমেরিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সেরা পরিচালকের খেতাব কুড়াল ইরানি শর্ট ফিল্ম ‘লিমিট’। ২০১৯ গ্লোবাল শর্টফিল্ম অ্যাওয়ার্ডে ছবিটি সেরা পরিচালকের অ্যাওয়ার্ড লাভ করে। ছবিটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা জাভাদ দারায়ি।

৮ মিনিটের ছবি ‘লিমিট’ স্থানীয় এক ব্যক্তির জীবন নিয়ে নির্মাণ করা হয়েছে। লোকটি একটি শান্ত গ্রামে বসবাস করতো। একদিন কোনো এক প্রয়োজনে স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি সাহায্য চান। এসময় হঠাৎ করে কেউ একজন তার কক্ষে প্রবেশ করেন।

আমেরিকার নিউ ইয়র্কে ২০১৯ গ্লোবাল শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। ২০১৫ সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের আসর বসে। এতে অনূর্ধ্ব ১৫ মিনিটের শর্টফিল্মকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।