সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আমেরিকায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো ইরানের `অ্যা পোয়েটেস’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২১ 

news-image

ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “অ্যা পোয়েটেস” যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত নারী চলচ্চিত্র উৎসবে সেরা বিদেশি চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। উৎসবের জুরি বোর্ডের কাছ থেকে ছবিটি এই শীর্ষ পুরস্কার জিতেছে।সাহরা ফাথি ও সাঈদ দাশতি পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটি ক্যালিফোর্নিয়া নারী চলচ্চিত্র উৎসবের জুরি ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে স্থান লাভ করে। ক্যালিফোর্নিয়া উৎসব থেকে জয় করে সেরা বিদেশী চলচ্চিত্রের পুরস্কার।মূলত যেসব চলচ্চিত্রের প্রধান নির্মাতা দলে একজন মহিলা রয়েছেন এবং প্রধান চরিত্রে একজন মহিলা অভিনয় করেছেন এমন সব সিনেমা নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়। সূত্র: ইরনা।