আমেরিকায় ইরানি শর্ট অ্যানিমেশনের অ্যাওয়ার্ড লাভ
পোস্ট হয়েছে: জুন ৪, ২০২০
আমেরিকায় অনুষ্ঠিত চতুথ বার্ষিক সাউথইস্ট রিজিওনাল চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ইরানি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ছবি ‘দ্যা গার্ডেন।’ ছবিটি লেখা ও পরিচালনার কাজ করেছেন আমির-হোসেইন রিয়াহি।
‘দ্যা গার্ডেন’ এ একজন পুরুষের কাহিনি তুলে ধরা হয়েছে। সে পাকস্থলীর সমস্যায় ভোগে। যে সমস্যা মূলত যুক্তি ও আবেগবিরোধী।
মার্কিন চলচ্চিত্র উৎসবে ছবিটি সেরা শর্ট অ্যানিমেশনের পুরস্কারে দ্বিতীয় অবস্থান লাভ করেছে।
সাউথইস্ট রিজিওনাল চলচ্চিত্র উৎসব আমেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিলায় ৩১ মে শুরু হয়ে ১ জুন পর্যন্ত চলে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।