আমেরিকায় ইরানি ছবি ‘ড্রাইভিং লেসনস’র অ্যাওয়ার্ড জয়
পোস্ট হয়েছে: মার্চ ১২, ২০২০

আমেরিকায় অনুষ্ঠিত থ্রু উইমেন্স আই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (টিডাব্লিউই) অ্যাওয়ার্ড জিতেছে ইরানি শর্ট ফিল্ম ‘ড্রাইভিং লেসনস’। চলচ্চিত্রকার মারজিয়ে রিয়াহির স্বল্পদৈর্ঘ্যটি উৎসবের এবারের ২১তম আসরে পুরস্কার জয় করে।
চলচ্চিত্রটি বাহারেহ নামে এক তরুণীর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। ইরানের আইন অনুযায়ী মেয়েদের গাড়ি চালানো শিখতে সঙ্গে পরিবারের একজন পুরুষ সদস্য থাকতে হয়। ড্রাইভিং শেখানোর সময় একাকী ছাড়া হয় না।
ইরানি সিনেমাটি উৎসবের বেস্ট শর্ট ন্যারেটিভ অ্যাওয়ার্ড লাভ করেছে।
থ্রু উইমেন্স আই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (টিডাব্লিউই) একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে মূলত অংশ নেয় নারী চলচ্চিত্রকারদের নির্মিত আন্তর্জাতিক নারী ইস্যু, গল্প ও জীবন-যাপন বিষয়ক চলচ্চিত্র। আমেরিকার ফ্লোরিডায় উৎসবের এবারের ২১তম পর্ব ৬ থেকে ৮ মার্চ অনুষ্ঠিত হয়।
এর আগে ‘ড্রাইভিং লেসনস’ আমেরিকায় অনুষ্ঠিত ২০তম বার্ষিক ওজাই ফিল্ম ফেস্টিভালে বেস্ট ন্যারেটিভ শর্ট অ্যাওয়ার্ড লাভ করে। দক্ষিণ কোরিয়ার ১৩তম ফিল্ম ফেস্টিভাল ফর ওমেনস রাইট (এফআইডাব্লিউওএম) এ লাভ করে বিশেষ জুরি পুরস্কার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।