আমেরিকার লাভ চলচ্চিত্র উৎসবে ইরানি ছবির দুই অ্যাওয়ার্ড
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/09/2815207.jpg)
আমেরিকায় অনুষ্ঠিত ২০১৯ লাভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (এলআইএফএফ) দুটি অ্যাওয়ার্ড লাভ করেছে ইরানি ছবি ‘কাতিউশা’। নির্মাতা আলি আতশানি পরিচালিত ছবিটি সেরা ফিচার ও সেরা সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতেছে।
‘কাতিউশা’ চলচ্চিত্রের জন্য সেরা সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতেছেন মাহমুদ আতশানি। ছবিটির গল্প এগিয়ে গেছে খলিল নামে এক ব্যক্তির চরিত্র নিয়ে। যে খলিল ‘কাতিউশা’ নামে পরিচিত। খলিল একজন ধর্মীয় ব্যক্তি ও বাসিজের সদস্য। তিনি আরশিয়া নামে এক ধনী খারাপ ছেলের সাথে দুদিন কাটাতে বাধ্য হন। ভিন্ন ভিন্ন পটভূমি ও আদর্শের হওয়ায় তারা একে অপরের জন্য ঝামেলার কারণ হয়ে পড়েন।
এছাড়া ‘কাতিউশা’ উৎসবের আরও চার বিভাগে মনোনয়ন লাভ করে। এই চার বিভাগ হলো- সেরা অভিনেতা ( হাদি হেজাজিফার), সেরা সহ-অভিনেতা (আহমাদ মেহরানফার), সেরা পরিচালক (আলি আতশান) ও সেরা চিত্রনাট্য (মেহদি আলি মিরজায়ি/আলি আতশানি)।
লাভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের (এলআইএফএফ) এবারের চতুর্থ আসর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ১৮ সেপ্টেম্বর শুরু হয়, উৎসবের পর্দা নামে ২১ সেপ্টেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।