বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আমেরিকার বিগ স্কাই চলচ্চিত্র উৎসবে ‘দ্যা স্নো কলস’র অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২১ 

news-image

আমেরিকার বিগ স্কাই চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলো ইরানি প্রামাণ্যচিত্র ‘দ্যা স্নো কলস’। ছবিটি পরিচালনা করেছেন মারজান খোসরাভি, প্রযোজনা করেছেন মাহদিয়েহ সাদাতমেহভার।

ইরানি প্রামাণ্যচিত্রটি মার্কিন এই চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জিততে সক্ষম হয়।

‘দ্যা স্নো কলস’ এ ছেলে সন্তান প্রসবের অপেক্ষায় থাকা মিনা নামে এক মায়ের কাহিনি তুলে ধরা হয়েছে। তিনি পরপর তিনটি কন্যা সন্তান প্রসব করেন। এজন্য ছেলে সন্তান প্রসব করার এটাই তার শেষ সুযোগ। নতুবা স্বামী অন্য আরেকজন মেয়েকে বিয়ে করবেন। একারণে মিনা অপ্রত্যাশিত ফলের ভয়ে আল্ট্রাসাউন্ড স্ক্যান না করার সিদ্ধান্ত নেয়। শ্বশুর বাড়ির লোকজনও তাকে যথেষ্ট চাপ দিতে থাকে। যদিও তার পাশেও লোকজন থাকে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।