আমেরিকার গির্জায় প্রার্থনাসভায় পাদ্রির গুলি, নিহত ১
পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০১৫

আমেরিকায় মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় প্রার্থনাসভা চলাকালে পাদ্রির গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। মিশিগানের ডেট্রয়েটের সিটি অব গড চার্চে রোববার দুপুরের একটু পরে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত পাদ্রি এবং নিহত ব্যক্তির নাম বা পরিচয় পুলিশ প্রকাশ করেনি।
পুলিশ বলেছে, পাদ্রির সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলাকারী একটি ইট হাতে হুমকি দিলে পাদ্রি নিজের বন্দুক বের করে তাকে কয়েক দফা গুলি করে। গুলিবিদ্ধ লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পাদ্রিকে আটক করা হয়েছে। সরকারি কৌঁসুলিরা এ ঘটনা তদন্ত করবে বলে পুলিশ জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের গির্জায় সহিংসতা একটি মারাত্মক সমস্যা হয়ে উঠেছে। এর আগে দক্ষিণ ক্যারোলিনার চালর্সটনের একটি গির্জায় গুলিবর্ষণের ঘটনায় নয় ব্যক্তি নিহত হয়েছিল। সূত্র: আইআরআইবি