আমেরিকার ক্যাপিটাল সিটি চলচ্চিত্র উৎসবে ইরানের ‘মালাকুত’
পোস্ট হয়েছে: মার্চ ১২, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/03/3400277.jpg)
আমেরিকার ক্যাপিটাল সিটি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে চলচ্চিত্রকার ফারনুশ আবেদি পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘মালাকুত’। আন্তর্জাতিক এই উৎসবের এবারের দশম আসরের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেয়েছে ছবিটি।
অ্যানিমেশনটি তৈরি করা হয়েছে এক পিয়ানো বাদকের গল্প নিয়ে। সে তার স্ত্রীর জীবন ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু এতে সে তার ভেতরের শয়তানকে জাগিয়ে তোলে।
দশম ক্যাপিটাল সিটি চলচ্চিত্র উৎসব মিশিগানে ৮ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ‘মালাকুত’ সম্প্রতি যুক্তরাজ্যের ব্লাক কান্ট্রি হোরোর শর্টস ফিল্ম ফেস্টিভালের প্রথম আসরে সেরা অ্যানিমেশনের অ্যাওয়ার্ড লাভ করে। এছাড়া ছবিটি আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত সিল্ক রোড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (এসআরআইএফএফ) সম্মানজনক ডিপ্লোমা লাভ করে।
‘মালাকুত’ ম্যাক্সিকোতে ২০ থেকে ২৭ মার্চ অনুষ্ঠিতব্য গুয়াদালাজারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের ৩৫তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। এই উৎসবে সেরা অ্যানিমেশন অ্যাওয়ার্ড জয় করলে আগামী বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে অংশ নেওয়ার যোগ্যতা লাভ করবে চলচ্চিত্রটি।
সূত্র: মেহর নিউজ এজেন্সি।