শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আমেরিকার কাচের ঘর নিরাপদ নয়; ইরানকে হুমকি কেবলই পরাজয়ের পুনরাবৃত্তি

পোস্ট হয়েছে: এপ্রিল ২, ২০২৫ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, “কাঁচের ঘরে থাকা ব্যক্তি কারও দিকে পাথর ছুঁড়ে মারে না।”

সাম্প্রতিক দিনগুলিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন, যা ইরানের সামরিক কমান্ডারদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে।

তেহরানে ঈদুল ফিতরের নামাজের সময়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদেহ ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় বলেছেন, “আমেরিকানদের এই অঞ্চলে ১০টি ঘাঁটি রয়েছে এবং কমপক্ষে ইরানের আশেপাশে ৫০,০০০ সৈন্য রয়েছে এবং এর অর্থ হল তারা একটি কাচের ঘরে বসে আছে।”

কমান্ডার হাজিজাদেহ জোর দিয়ে বলেন: “কাঁচের ঘরে থাকা ব্যক্তি কারো দিকে পাথর ছুঁড়ে মারে না।”

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামিও সোমবার ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকির কথা উল্লেখ করে বলেছেন যে, এসব হুমকি কেবলই পরাজয়ের পুনরাবৃত্তি; কারণ শত্রুরা অতীতের ঘটনা থেকে শিক্ষা নেয়নি।

এর আগে, আন্তর্জাতিক কুদস দিবসের পদযাত্রায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইরানি সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছিলেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক জোর দিয়ে বলেন, “ইরানের বিরুদ্ধে যেকোনো শত্রুতাপূর্ণ পদক্ষেপের চরম প্রতিশোধমূলক জবাব দেওয়া হবে।”পার্সটুডে/