শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আমেরিকার এপিএস পুরস্কার জিতলেন ইরানি নারী বিজ্ঞানী

পোস্ট হয়েছে: মার্চ ১১, ২০২৪ 

news-image
আমেরিকান ফিজিক্স সোসাইটির (এপিএস) পুরস্কার জিতলেন ইরানের নারী বিজ্ঞানী আজাদে কিভানি। ক্যান্সার এবং হৃদরোগ বিষয়ে শিক্ষা থেকে শুরু করে ক্লিনিকাল স্টাডিজ পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশলগুলির বিকাশ এবং প্রয়োগের জন্য তিনি এই পুরস্কার জিতেছেন।
প্রতি বছর এপিএস গবেষণা, শিক্ষা এবং জনসেবায় অসামান্য অর্জনকে স্বীকৃতি দেয়।এই বছরের বসন্ত পুরষ্কার প্রাপকদের পদার্থবিদ্যা কমিউনিটির  শত শত মনোনীতদের মধ্যে থেকে নির্বাচিত করা হয়। কিভানি ২০২৩ সালে এফআইএফপি ক্যারিয়ার লেকচারশিপ পুরস্কার জিতেন। সূত্র: তেহরান টাইমস