বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আমেরিকার ইউনিভার্সাল উৎসবে পুরস্কার জিতলো ইরানের ‘খুনাব’

পোস্ট হয়েছে: নভেম্বর ২৫, ২০২১ 

news-image

আমেরিকাতে অনুষ্ঠিত ইউনিভার্সাল চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছে ইরানি চলচ্চিত্র ‘খুনাব’। চলচ্চিত্রটি এবারের ১১তম আসর থেকে শীর্ষ এই পুরস্কার লাভ করে।চলচ্চিত্রকার মোজতাবা কাশেমির ‘খুনাব’ বিশ্বের বিভিন্ন দেশের ২ হাজার ৮৩০টির অধিক সিনেমার মধ্যে একমাত্র ইরানি সিনেমা হিসেবে অংশ নেয় এবং উৎসবের চূড়ান্ত পর্বে পৌঁছতে সক্ষম হয়। চলচ্চিত্রটি আমেরিকা, ফ্রান্স, ইতালি ও স্পেনের সিনেমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা পরিচালক পুরস্কার জিততে সক্ষম হয়।কাশেমি এর আগে রোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (২০২০ আরআইএফএফ) সেরা পরিচালক পুরস্কার জয় করেন।২০০৭ সালে আমেরিকার মিসৌরির কানসাস শহরে ইউনিভার্সাল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।