শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আমেরিকার আর্থিক যুদ্ধ সত্বেও ইরানের তেল রপ্তানি আশাব্যঞ্জক

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২০ 

news-image

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদি ইসরাইলের অর্থনৈতিক যুদ্ধের নিন্দা জানিয়ে ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, বিশ্বের অন্যতম বৃহত্তম তেলপণ্য রপ্তানিকারক হিসেবে তার দেশ পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিতে ভালো করছে।

মঙ্গলবার তিনি ইরানের পার্লামেন্টের উন্মুক্ত পর্বের আলোচনায় অংশ নিয়ে তেল মন্ত্রণালয়ের পারফরমেন্স ও উন্নয়ন কর্মসূচির ওপর একটি প্রতিবেদন তুলে ধরেন।

মন্ত্রী বলেন, যৌথ তেল ও গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে, অপরিশোধিত তেল বিক্রি এড়িয়ে চলা হচ্ছে, গ্যাস সরবরাহ বাড়ছে, গ্যাস রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, দেশীয় ম্যানুফ্যাকচারিং ও বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোকে সহায়তা দেয়া হচ্ছে। সেই সাথে তেল অবরোধ প্রতিরোধ করাও আমাদের এজেন্ডায় রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।