সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আমেরিকায় উদ্ভাবন প্রতিযোগিতায় ইরানি শিক্ষার্থীদের সাফল্য

পোস্ট হয়েছে: আগস্ট ২৯, ২০২৪ 

news-image

ইরানি ছাত্ররা ২১ থেকে ২৪ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক, তিনটি রৌপ্য পদক এবং তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে।

মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ১৭ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে উদ্ভাবকদের মোট আটটি দল প্রতিযোগিতায় কার্যত অংশ নেয়। প্রতিযোগিতায় ৩৪টি দেশের এক হাজারেরও বেশি প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করে।

ইরানি দল ইলেকট্রনিক্স ও ধাতুবিদ্যায় স্বর্ণপদক এবং রোবোটিক্স, ইলেকট্রনিক্স ও জীববিজ্ঞানে রৌপ্য পদক জিতেছে। পরিবেশ সুরক্ষা, মেকাট্রনিক্স এবং ইলেকট্রনিক্সে পেয়েছে ব্রোঞ্জ পদক। সূত্র: তেহরান টাইমস