‘আমেরিকান বুল’ যাচ্ছে তিউনিশিয়ার ফিফাকে
পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/3076756.jpg)
ইরানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান বুল’ তিউনিশিয়ার কেলিবিয়া ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে। এটি পরিচালনা করেছেন ফাতেমা তুসি। ফাতেমা বলছেন এ চলচ্চিত্রটি হবে ওই উৎসবে ইরানের আত্মার প্রতিকৃতি। চলচ্চিত্রের কাহিনীতে এক ছোট বালকের মালিকানায় আমেরিকার একটি ষাঁড়ের সঙ্গে তার চমৎকার সম্পর্ক নিয়ে এগিয়ে গেছে ঘটনা প্রবাহ। এ ষাঁড়টি দিয়ে প্রজননের জন্যে ভাড়া দেয়া হয়। প্রচুর অর্থ উপার্জন হয় এতে। এর আগে এ চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে। জার্মানির ৬৫তম আন্তর্জাতিক শর্ট ফিল্ম প্রতিযোগিতায় এটি বেশ প্রশংসা কুড়ায়। জার্মানির এ চলচ্চিত্র উৎসব ষাটের দশক থেকে সবচেয়ে পুরাতন উৎসব বলে পরিচিত। এবারের ৩৪তম ফিফাক শুরু হয়েছে ২৮ জুলাই এবং তা চলবে ৩ আগস্ট পর্যন্ত।- মেহর নিউজ।