আমেরিকাকে হারিয়ে সিটিং ভলিবলের সেমিফাইনালে ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ৯, ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে সিটিং ভলিবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান।ইরান মঙ্গলবার আমেরিকাকে ৩-০ (২৫-১৮, ২৫-১৫, ২৫-১৭) পয়েন্টে হারিয়ে ২০২২ সিটিং ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
টিম মেল্লি এর আগে পুল বি-তে ইরাক, কাজাখস্তান ও ক্রোয়েশিয়াকে হারায়। সেমিফাইনালে ইরান খেলবে ব্রাজিল ও ইউক্রেন ম্যাচের বিজয়ী দলের সাথে।সিটিং ভলিবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভোতে অনুষ্ঠিত হচ্ছে এবং ১১ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলবে। সূত্র: তেহরান টাইমস।