মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আমিরাতে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোরীর প্রথম স্থান দখল

পোস্ট হয়েছে: জুন ১৪, ২০১৭ 

news-image

সংযুক্ত আরব আমিরাতে সৈয়দ আহাদ ফাউন্ডেশন আয়োজিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান দখল করেছেন বাংলাদেশি কিশোরি লাবিবা। শনিবার (১০ জুন) বিকেলে আমিরাতের শারজার রেডিসন ব্লু হোটেলে এই প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ১০ বছরের লাবিবা কুরআনের অসংখ্য হাফেজেকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন।সাথে জিতে নেন নগত সাত হাজার দিরহাম ও বিভিন্ন উপহার সামগ্রী।

লাবিবা চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার হাফেজ মাওলানা আজিজুল হকের মেয়ে। সে মা বাবার সাথে আমিরাতের আল আইনে বসবাস করেন। লাবিবার পরিবারে তিন ভাই বোনের মধ্যে সবাই কুরআনের হাফেজ বলে জানা যায়।

লাবিবা ছাড়া এ প্রতিযোগিতায় তেলাওয়াতে কুরআন ছেলেদের ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ হিসাম। মেয়েদের ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন খাদিজা হাফেজ। হিফজুল কুরআন বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন মহসিন মাহমুদুল,তৃত্বীয় আব্দুর রহমান, ৪র্থ সাদ্দিয়া আহলাম, ৫ম আব্দুল্লাহ মাহমুদুল।

উল্লেখ্য যে, প্রতিবারের মত এবারও দীর্ঘ প্রস্তুতি, বাছাই পর্ব ও বিভিন্ন রাউন্ড শেষে অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাত বাংলা কমিউনিটির অন্যতম আয়োজন সৈয়দ আহাদ ফাউন্ডেশনের ‘তেলাওয়াতে কুরআন  প্রতিযোগিতা’। সূত্র: ইকনা।