আমিরাতে ইরানের রপ্তানি বেড়েছে ৩৯ শতাংশ
পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/07/3485285.jpg)
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইরানের রপ্তানি বেড়েছে ৩৯ শতাংশ। চলতি ইরানি বছরের প্রথম তিন মাসে (২১ মার্চ থেকে ২০ জুন) ওজনের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিও) এক কর্মকর্তা রোববার এই তথ্য জানান।
টিপিও এর আরব-আফ্রিকান স্টেটস ডিপার্টমেন্টের মহাপরিচালক ফারজাদ পিতান বলেন, চলতি ইরানি বছরের প্রথম কোয়ার্টারে সংযুক্ত আরব আমিরাতের আমদানিতে ইরানের অবদান ছিল ১৫ দশমিক ২ শতাংশ। ২১ মার্চ থেকে ২২ জুন দেশটিতে ইরানের রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৯৬৭ মিলিয়ন ডলার।
তিনি আরও জানান, গত বছরের একই সময়ে রপ্তানির এই পরিমাণ ছিল ৮৯৫ মিলিয়ন ডলার। যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি