শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আবিয়ানে গ্রাম: এখনও প্রাচীন ঐতিহ্যের দেখা মেলে যেখানে

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২১ 

news-image

কেন্দ্রীয় ইরানের মাউন্ট কারকাসের পাদদেশে বেশ শান্তভাবেই দাঁড়িয়ে রয়েছে আবিয়ানে প্রাচীন গ্রাম। ঘনবসতিপূর্ণ গ্রামটি গলিগুলো আঁকাবাকা, ঘরগুলো কাদা-ইটের তৈরি। ঐতিহাসিক পুরনো ঘরগুলো যেন খসে খসে পড়ছে। কাঠ-বাঁশের তৈরি জানালাগুলোতে রয়েছে ইতিহাসের নিখুঁত ছাপ। সঙ্গে রয়েছে ভঙুর কাঠের বারান্দা।

আবিয়ানে ইরানের অন্যতম প্রাচীন একটি গ্রাম। দেশি ও বিদেশি পর্যটকদের কাছে এটি একটি শীর্ষ পর্যটন গন্তব্য। অন্তত দেড় হাজার বছরের পুরনো গ্রামটির প্রাচীন ঐতিহ্যের মোহে প্রতিনিয়ত ছুটে আসেন পর্যটকরা।

আবিয়ানে উভয়যুগের স্বাক্ষর বহন করে। গ্রামটির বাসিন্দারা দীর্ঘকাল থেকে এখন পর্যন্ত নিজেদের ঐতিহ্যগত বিচ্ছিন্নতাকে অনেকাংশে ধরে রাখতে সক্ষম হয়েছেন। বয়স্করা মধ্য যুগের ফারসিতে কথা বলেন। অথচ ফারসির এই প্রাচীন রূপটি কয়েক শতক আগেই বহুলাংশে বিলুপ্ত হয়ে গেছে।

অনেক পুরুষ এখনও ঐতিহ্যবাহী নিচের দিকে প্রশস্ত ট্রাউজার্স ও কালো ওয়েইসকোট পরিধান করেন। মেয়েরা উভয় কাঁধ ঢেকে রেখে হিজাব পরিধান করেন। সূত্র: তেহরান টাইমস