বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আবার ইরান সরকারের তিন বিভাগের প্রধানের বৈঠক

পোস্ট হয়েছে: জুলাই ৮, ২০১৮ 

news-image

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইরান সরকারের তিন বিভাগের প্রধানরা শনিবার আবার বৈঠক করেছেন। এতে যোগ দেন নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, আইন বিভাগের প্রধান হিসেবে জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি এবং বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি।

বৈঠকে তিন বিভাগের প্রধান ব্যাংকিং খাতের স্বচ্ছতা, মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে লড়াই, উৎপাদন ও কর্মসংস্থান খাতে বিনিয়োগ, স্টক মার্কেটকে সমর্থন দেয়া, সরকারি খাতের শেয়ার বিক্রি এবং তেলজাত পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন নিয়ে আলোচনা করেন।

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে সরে যাওয়ার পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের তিন বিভাগের মধ্যে অর্থনৈতিক সমন্বয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। এর আগে তিন বিভাগের প্রধানের মধ্যে তিনবার বৈঠক হয়েছে।-পার্সটুডে।