সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আফ্রিকায় জৈবসার রপ্তানি করবে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ৩০, ২০১৮ 

news-image

ইরানের ভাইস প্রেসিডেন্সির জৈবপ্রযুক্তি উন্নয়ন দপ্তরের পরিচালক মোস্তাফা ঘানেই জানিয়েছেন, তার দেশে উৎপাদন হওয়া কৃষি জৈবসার আফ্রিকায় রপ্তানি করা হবে।

তিনি জানান, আফ্রিকার সাথে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তি অনুযায়ী, কৃষি ও জৈবপ্রযুক্তি খাতে তৎপর ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো আফ্রিকার দেশগুলোতে নিজেদের উৎপাদিত জৈবসার রপ্তানি করবে।

ঘানেই আরও জানান, আফ্রিকার দেশগুলোর কর্মসংস্থান, অর্থনীতি ও উৎপাদন নির্ভর করে কৃষির ওপর। তাই এসব দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘‘জৈবপ্রযুক্তি উন্নয়ন দপ্তর সুন্দর সুন্দর কৃষি খামার ও যথাপোযুক্ত কৃষিক্ষেত্র তৈরির মধ্য দিয়ে জৈবপ্রযুক্তি খাতে ইরানের সক্রিয় জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর স্থায়ী উপস্থিতির পথ আরও প্রশস্ত করতে চায়,’’ যোগ করেন তিনি।

এর আগে উগান্ডার সাথে কৃষিখাতে সহযোগিতা বিষয়ে ইরানের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। চুক্তি অনুযায়ী, আফ্রিকার দেশটিতে কৃষি জৈবপ্রযুক্তি হস্তান্তর করবে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।