শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আফ্রিকায় ইরানের রপ্তানি বেড়েছে ১২০ শতাংশ

পোস্ট হয়েছে: মে ১২, ২০২২ 

news-image

গত ইরানি বছর ১৪০০ সালে (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) আফ্রিকা মহাদেশে ইরানের পণ্য রপ্তানি ১২০ শতাংশ বেড়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকা বিষয়ক ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আলী আকবর রেজাই এই তথ্য জানান।মঙ্গলবার ‘সেনেগালের বাজারে সুযোগ পর্যালোচনা’ শীর্ষক একটি সেমিনারে তিনি বলেন,  পশ্চিম আফ্রিকায় ১৪ লাখ জনসংখ্যা রয়েছে। আফ্রিকান দেশটি বিনিয়োগ ও ইরানের পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য একটি ভাল কেন্দ্র।ইসলামি প্রজাতন্ত্র ইরান গত বছর আফ্রিকার দেশগুলোতে ১ দশমিক ২ বিলিয়ন মূল্যের তেলবহির্ভূত পণ্য রপ্তানি করেছে; গত বছরের একই সময়ের তুলনায় যা ১২০ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।