শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আফ্রিকার সেনার ছবিটি ৫ লাখ ১৫ হাজার ডলারে বিক্রি

পোস্ট হয়েছে: এপ্রিল ২৯, ২০২১ 

news-image

লন্ডন অকশনে ইসলামিক ও ইন্ডিয়ান আর্ট বিভাগের চিত্রশিল্প হিসেবে বিক্রি হয়েছে আফ্রিকার সৈনিকের একটি ছবি।ছবিটি পারস্য কোনো শিল্পীর আঁকা হলেও তার কোনো পরিচয় মেলেনি। লন্ডনের অকশন হাউস বনহ্যামস এ নিলামের আয়োজন করে। বনহ্যামস জানায় এটি কোনো পারস্য শিল্পীর আঁকা প্রথম চিত্রশিল্প হিসেবে পরিচিত। আফ্রিকার সৈনিকের একটি বেনামে ফারসি শিল্পীর আঁকা প্রতিকৃতি এবং এটি আফ্রো ব্যক্তিত্বের প্রথম ফারসি শিল্পকর্ম এবং সেইসাথে উপস্থিত আফ্রো সম্প্রদায়ের চিত্রিত সবচেয়ে দুর্লভ শিল্পকর্মের অন্যতম। এটি সংগ্রহ করা হয়েছে পারস্য উপসাগরীয় এলাকা থেকে।

এ চিত্রকর্মটি আঁকা হয় ১৬৮০ থেকে ১৬৯০ সালের মধ্যে। ছবিতে আফ্রিকার এক তরুণ সেনাকে সৈনিকের পোশাক পরিহিত পারস্যে তৈরি অস্ত্র হাতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সৈনিকটি সাফাবি সেনাবাহিনীর। বনহ্যামের ইসলামিক ও ভারতীয় শিল্প বিভাগের প্রধান অলিভার হোয়াইট বলেন, শিল্পী সৈনিকটির অবস্থান ও পেশা এবং পোশাকের উপরে তার আত্মবিশ্বাসকে ফুটিয়ে তুলেছেন তার চিত্রকর্মে। হয়ত এ সৈনিক পূর্ব আফ্রিকা এবং ভারত মহাসাগর থেকে আরবে বাণিজ্য করতে এসে পারস্য উপসাগরে প্রবেশ করেছিলেন। যোগ দিয়েছিলেন পার্সিয়ান সেনাবাহিনীতে চাকরির শর্ত হিসাবে তাকে হয়ত মুক্তি দেওয়া হয়েছিল বা অন্য অনেকের মতোই তিনি কেবল শহরে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

বনহ্যামের কাছে এধরনের ২১টি চিত্রকর্ম রয়েছে। বনহ্যাম ব্রিটেনের সবচেয়ে প্রাচীন অকশন হাউস। এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান। ১৭৯৩ সালে এটি লন্ডনে যাত্রা শুরু করে।