শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠালো ইরান  

পোস্ট হয়েছে: নভেম্বর ২২, ২০২১ 

news-image

আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠিয়েছে ই্সলামী প্রজাতন্ত্র ইরান।শনিবার আফগানিস্তানের নানগারহার পুলিশের কমান্ডার নেদা মোহাম্মদ নাদিম দেশটিতে ইরানের মানবিক সহায়তা পৌছার বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা জালালাবাদে ইরানের কনসাল জেনারেল মাজিদ সাদেগি দোলাতাবাদীর সাথে বিষয়টি নিয়ে এক বৈঠকে মিলিত হন। তেহরান টাইমস

নানগারহার প্রাদেশিক প্রেস অফিসের এক বিবৃতিতে বলা হয়েছেআফগান জনগণকে ইরানের মানবিক সহায়তার বিষয়ে নানগারহার বিমানবন্দরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিবৃতিতে বলা হয়েছেইরান থেকে মানবিক সহায়তা বহনকারী বিমানটি নানগারহার বিমানবন্দরে পৌঁছানোর পর এই সাহায্য শহীদ ও আহতদের পরিবারে বিতরণ করা হবে। সম্প্রতিআফগানিস্তানে ইরানের ডেপুটি অ্যাম্বাসেডর সাইয়্যেদ হাসান মুর্তজাভি বলেন, ইরানের সাহায্য বহনকারী বারোটি কার্গো বিমান আফগানিস্তানে পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, ইসলামী বিপ্লবের নেতা আফগানিস্তানের নিপীড়িত’ জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন। মুর্তজাভি আরও বলেনআফগানিস্তানের জনগণের জন্য ইরানের মানবিক সহায়তা গত তিন মাস ধরে অব্যাহত রয়েছে।