আফগানিস্তানে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানাল ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০১৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ জোড়া বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। আফগান পার্লামেন্ট ভবনের কাছে জনাকীর্ণ একটি এলাকায় মঙ্গলবার দু’টি শক্তিশালী বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত ও ৭২ ব্যক্তি আহত হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, যেকোনো কারণে নিরীহ মানুষের ওপর সহিংস হামলার ঘোর বিরোধী তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি মঙ্গলবারের ঘটনায় আফগান সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানান।
তিনি বিশ্বের সব দেশ থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনের লক্ষ্যে প্রচেষ্টা চালানোর জন্য প্রতিটি দেশের প্রতি আহ্বান জানান।
উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কাবুলের জোড়া বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছেন। নিরীহ আফগান জনগণের ওপর প্রায়ই এ ধরনের সন্ত্রাসী হামলা চালায় তালেবান। সূত্র: পার্সটুডে