বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে ইরান

পোস্ট হয়েছে: জুন ২৭, ২০২২ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে রয়েছে। সর্বশেষ শনিবার তেহরানের পক্ষ থেকে মানবিক সাহায্যের চতুর্থ চালান দেশটিতে পাঠানো হয়েছে।এই চালানের মধ্যে তিন টন বিশেষায়িত ওষুধের পাশাপাশি ওটিসি ওষুধ রয়েছে। বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে।এর আগে, ইরান আফগানিস্তানের ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় প্রাথমিক চিকিৎসার তিনটি চালান পাঠিয়েছে। এসব চালানের মধ্যে ছিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ, খাবার, পোশাক, তাঁবু এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয় সামগ্রী।আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, যদিও অন্যান্য দেশ মানবিক সাহায্য পাঠানোর দাবি করেছে, এখনও পর্যন্ত শুধুমাত্র ইরানের সাহায্যই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছেছে। গত ২২ জুন রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আঘাত হানে। এতে আফগানিস্তান এবং পাকিস্তান জুড়ে কমপক্ষে দেড় হাজার মানুষ মারা গেছে এবং আহত হয়েছে ২ হাজারের অধিক লোক। সূত্র: তেহরান টাইমস।