আফগানিস্তানে আল বিরুনির সমাধি পুনর্নির্মাণ করবে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২১
আফগানিস্তানের গজনিতে অবস্থিত বিখ্যাত ইরানি বিজ্ঞানী ও গণিতবিদ আবু রায়হান আল বিরুনির সমাধি পুনর্নির্মাণ করবে ইরান। এজন্য প্রতিবেশী আফগানিস্তানের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধনের জন্য নির্দেশ দিয়েছে ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য মন্ত্রণালয়।
সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প (সিএইচটিএইচ) মন্ত্রী আলি আসগার মুনেসান রোববার বলেন, আল বিরুনির সমাধি ধ্বংস হয়ে যাওয়া এবং এর বর্তমান অবস্থা সন্তোষজনক না হওয়ায় তিনি তার উপমন্ত্রী মোহাম্মাদ হাসান তালেবিয়ানকে পুনর্নির্মাণ প্রক্রিয়া দ্রুততর করার অনুরোধ জানিয়েছেন।
ইরানি গণিতবিদ আল বিরুনি (৯৭৩-১০৪৮) ইসলামের সোনালি যুগে রসায়ন, পদার্থ, ভূগোল, দর্শন, চিকিৎসা, ভাষাতত্ত্ব ও ধর্মতত্ত্বে পারদর্শী ছিলেন। বিভিন্ন বিষয়ের ওপর গভীর জ্ঞানের কারণে তাঁকে ‘জ্ঞানের সমুদ্র’ বলেও ডাকা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।