আফগানিস্তানের পাণ্ডুলিপি বিশারদকে ইরানে সন্মামনা
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৫, ২০১৭

আফগানিস্তানের প্রখ্যাত পাণ্ডুলিপি বিশারদ নাজিব মায়েল হেরাভিকে ইরানের সন্মামনা দেওয়া হবে। ১৫ই জানু
য়ারি রোববার তেহরানে ইরানের জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভ ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সন্মামনা তুলে দেয়া হবে।
বুধবার এক সংবাদ সম্মেলনে ইরানের জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভ এর উপপরিচালক গোলাম রেজা আমিরখানি বলেন, ইতিহাস, দর্শন, বিজ্ঞান ও অন্যান্য দালিলিক বিষয়ে পাণ্ডুলিপির সংরক্ষণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাণ্ডুলিপি একটি জাতির ভবিষ্যত প্রজন্মকে সঠিক পথনির্দেশনা দেখাতে সাহায্য করে। তাই পাণ্ডুলিপি সংরক্ষণ করা মানে ইতিহাস, বিজ্ঞান ও সাহিত্যকে হেফাজতে রাখা। যা দেখে আজকের প্রজন্ম তার অতীত ইতিহাস ও ঐতিহ্য, জাতীয় পরিচয় সম্পর্কে জানতে পারবে।
সূত্র: তেহরান টাইমস