আন্তর্জাতিক স্কেটিং রেসে ইরানের দুই স্বর্ণপদক
পোস্ট হয়েছে: জুলাই ৬, ২০২২

ইতালিতে রোলার ইন্টারন্যাশনাল স্পিড স্কেটিং রেসে (ট্র্যাক অ্যান্ড রোড) স্বর্ণপদক জিতেছেন দুই ইরানি ক্রীড়াবিদ। ইসফাহানের নাকশ-ই জাহান ক্লাবের জাহরা কাভামিনেজাদ ৩০ বছর বয়সী মাস্টার্স ম্যারাথন ইভেন্টে এবং ১০০-গজ ড্যাশে মিলাদ সালেহি এসব স্বর্ণপদক জিতেছেন।
ইতালির লা’আকিলার সান্তা বারবারার স্কেটিং রিঙ্কে ৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত রেসগুলি অনুষ্ঠিত হয়। সূত্র: ইরনা।