শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০১৭ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরান শিগগিরই আন্তর্জাতিক সামরিক প্রতিযোগিতার আয়োজন করবে। রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৭ আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০১৭ আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতা গত মাসের ২৯ তারিখে শুরু হয়েছে। ইরানসহ প্রায় ২৮ দেশ এ ক্রীড়ায় অংশ গ্রহণ করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর শিক্ষা ও গবেষণা সংক্রান্ত উপ প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হাসান বাকেরিসহ ইরানি প্রতিনিধি এবং মস্কোর ইরানি কূটনীতিবিদরা এতে যোগ দেন।

ইরানের সেনাবাহিনী এবং ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যদের নিয়ে গঠিত ক্রীড়া দল এতে প্রতিযোগিতার করেছে।- পার্সটুডে।