শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় প্রথম ইরানি গবেষক দল

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১২, ২০২৩ 

news-image

১৫তম আন্তর্জাতিক সামাজিক রোবোটিক্স কনফারেন্স (আইসিএসআর) ২০২৩-এ প্রথম স্থান অর্জন করেছেন ইরানের শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষক দল। আইসিএসআর ২০২৩ কাতারের দোহায় ৩ থেকে ৭ ডিসেম্বর মুখোমুখি সম্মেলন হিসেবে অনুষ্ঠিত হয়েছে। খবর আইআরআইবির

পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা অঞ্চলে এই প্রথম সম্মেলনটি আয়োজন করা হয়।

ইরান, আমেরিকা, কানাডা, জাপান, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, স্পেন, কাতার, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া এবং আরও কয়েকটি দেশসহ ২০টি দেশের সামাজিক রোবোটিক্স ক্ষেত্রের অধ্যাপক এবং গবেষকরা মর্যাদাপূর্ণ এই সম্মেলনে অংশ নেন।
সম্মেলনের বিভিন্ন অংশে বৈজ্ঞানিক নিবন্ধের আকারে সাম্প্রতিক ফলাফলগুলি উপস্থাপন করার পাশাপাশি সামাজিক রোবোটিক্স ক্ষেত্রের সেরা ধারণা এবং নকশাগুলি মূল্যায়ন করার জন্য একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস