বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক বিমান নকশা প্রতিযোগিতায় তৃতীয় ইরানের শিক্ষার্থীরা

পোস্ট হয়েছে: নভেম্বর ২১, ২০২২ 

news-image

শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এরোস্পেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরা আরএইএস ইন্টারন্যাশনাল লাইট এয়ারক্রাফ্ট ডিজাইন প্রতিযোগিতা ২০২২-২৩-এ তৃতীয় স্থান অর্জন করেছে।আরএইএস ডিজাইন প্রতিযোগিতার এবারের ষষ্ঠ আসরে লক্ষ্য ছিল সাধারণ বিমান চলাচলের বিমান সেক্টরে উদ্ভাবনগুলো তুলে ধরা।এই বছরের প্রতিযোগিতায় সহযোগিতা করে লাইট এয়ারক্রাফ্ট অ্যাসোসিয়েশন (এলএএ) এবং ব্রিটিশ মাইক্রোলাইট এয়ারক্রাফ্ট অ্যাসোসিয়েশন (বিএমএএ)। উভয় সংস্থায় যুক্তরাজ্যের বেশিরভাগ হালকা বিমানের নির্মাণ ও পরিচালনার তত্ত্বাবধান করে।লিয়ারবার্ড বিমানের নকশায় ইরানি দল ৫০টি অংশগ্রহণকারী দলের মধ্যে তৃতীয় স্থান দখল করে। সূত্র: তেহরান টাইমস।