মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক বিজ্ঞান ও উদ্ভাবন মেলায় ইরানি শিক্ষার্থীদের ৫ স্বর্ণপদক

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০২৪ 

news-image

ইরান ৫ থেকে ১০ নভেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিজ্ঞান ও উদ্ভাবন মেলা (আইএসআইএফ) ২০২৪-এ পাঁচটি স্বর্ণপদক এবং দুটি বিশেষ পুরস্কার জিতেছে। প্রতিযোগিতায় ২৪টি দেশের ১ হাজার ৯৮০টি দল অংশ নেয়। তারা প্রযুক্তিগত-প্রকৌশল, রসায়ন এবং ন্যানো প্রযুক্তি, বায়োটেকনোলজি এবং পরিবেশ, শক্তি প্রকৌশল, পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, শিক্ষা এবং শিক্ষাগত প্রযুক্তি সহ আটটি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করে।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, রাশিয়া, তুর্কমেনিস্তান, ইরান, থাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ভারত, হংকং এবং চীনের মতো বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা অনলাইনে অথবা সরাসরি প্রতিযোগিতায় অংশ নেয়।

এতে তিনটি ইরানি দল সরাসরি প্রতিযোগিতায় অংশ নেয়। অন্য দুটি দল ভার্চুয়াল প্রতিযোগিতায় অংশ নেয়। সূত্র- তেহরান টাইমস