আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে চার বাংলাদেশি
পোস্ট হয়েছে: জুলাই ১৭, ২০১৮

ইরানের রাজধানী তেহরানে শুরু হওয়া আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়েছেন বাংলাদেশের চার শিক্ষার্থী।
হাইস্কুলে অধ্যয়নরত চার শিক্ষার্থী হলেন- অদৃহিও নাগ, বায়েজিদ মিয়া, তমিজিদ হোসেন তানিম ও প্রকৃতি প্রযুক্তি। ১৫ জুলাই ইরানে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি চলবে ২২ জুলাই পর্যন্ত।
দ্য ইউনিভার্সিটি অব তারবিয়াত মুদাররেসের সহযোগিতায় আইবিও ২০১৮ প্রতিযোগিতাটির আয়োজন করেছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
এই প্রতিযোগিতায় ৬০ টি দেশের ২৬০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।প্রসঙ্গত, মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি বার্ষিক জীববিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা হচ্ছে আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াড । এখানে অংশগ্রহণকারীদের জীববিদ্যার সমস্যা সমাধানের দক্ষতা, বায়োলজিকাল পরীক্ষায় কাজের সম্পৃক্ততা যাচাই করা হয়।