আন্তর্জাতিক বাস্কেটবলে ইরানি নারীদের প্রথম পদক
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০১৯
২০১৯ ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপ উইমেন বাস্কেটবলে ইতিহাস গড়ল ইরানের মেয়েরা। সোমবার ইরানি টিম আন্তর্জাতিক এই ইভেন্টে প্রথম ব্রোঞ্জ মেডেল জয় লাভ করতে সক্ষম হয়। ইসলামি বিপ্লবের বিজয়ের পর দেশটির মেয়েরা বাস্কেটবলের কোনো আন্তর্জাতিক ইভেন্টে এই প্রথম কোনো পদক জয় করল।
আম্মানে স্বাগতিক জর্ডানের বিরুদ্ধে ইরানি টিম ৭১-৫২ পয়েন্টের ব্যবধানে জয় লাভ করে। তৃতীয় স্থান অর্জন করে ইতিহাসের পাতায় নাম লেখে দলটি। ইদনা ইসাইন নেতৃত্বাধীন ফারসি টিম ২৪ পয়েন্ট সংগ্রহ করে এই ইতিহাস গড়ে।
ইরানি মেয়েরা প্রথম রাউন্ডে ইসলামি পোশাক পরে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। তিন ম্যাচের একটিতে জর্ডানের বিরুদ্ধে ৭০-৬২ পয়েন্টের ব্যবধানে জয় লাভ করে। বাকি দুই ম্যাচে লেবাননের কাছে ৮৮-৭৫ পয়েন্টের ব্যবধানে ও সিরিয়ার কাছে ৬৮-৬১ পয়েন্টের ব্যবধানের পরাজিত হয়।
উল্লেখ্য, দুই বছর আগে ইরানি মহিলা বাস্কেটবল টিম আন্তর্জাতিক ইভেন্টে ইসলামি পোশাক পরে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।