মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসবে ইরানি ফটোগ্রাফারদের পুরস্কার জয়

পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২২ 

news-image

জাপান ও ভারতে অনুষ্ঠিত দুই পৃথক আলোকচিত্র প্রদর্শনীতে পুরস্কার জিতেছেন ইরানি ফটোগ্রাফার আহমদ খাতিরি ও আলি কিনজাম। আহমদ খাতিরি ফটোগ্রাফি উৎসব ‘জাপানি আসাহি শিম্বুন ফটোগ্রাফিক সেলুন’ থেকে ‘অ্যালোন’ শীর্ষক ফটোর জন্য এই পুরস্কার লাভ করেন। একদল ইরানি সেনা সদস্যের মধ্যে থাকা সামরিক ইউনিফর্ম পরা একটি ছেলের ছবি তোলা হয়েছে।‘অ্যালোন’ এর আগে ফ্রান্সের ভার্নন-নরমান্ডি ফটোগ্রাফ প্রদর্শনীতে পুরস্কার লাভ করে।খাতিরি বিশ্বজুড়ে অসংখ্য ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তার মধ্যে কয়েকটিতে পুরস্কার জিতেছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।