শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াডে চতুর্থ ইরান

পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০২৪ 

news-image

ইরানের পদার্থবিদ্যার শিক্ষার্থী দল রোববার ৫৪তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াডে (আইফো ২০২৪) চতুর্থ স্থান অর্জন করেছে। ৫৪তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড (আইফো ২০২৪) ২১ থেকে ২৮ জুলাই ইরানের ইসফাহানের ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে চীনা শিক্ষার্থীরা পাঁচটি স্বর্ণপদক নিয়ে প্রথম হয়েছে।

চীনের পর রুশ দল চারটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক নিয়ে, রোমানিয়া তিনটি স্বর্ণ ও দুটি রৌপ্য পদক নিয়ে এবং ইরান একটি স্বর্ণ ও চারটি রৌপ্য পদক নিয়ে ব্যক্তিগত ও গ্রুপ উভয় বিভাগেই প্রথম থেকে চতুর্থ স্থান লাভ করে।

ইরানি শিক্ষার্থী দল এর আগের অলিম্পিয়াডে ১৭তম স্থান অর্জন করে। সূত্র: মেহর নিউজ