বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াডে ইরানের ৫ পদক

পোস্ট হয়েছে: জুলাই ২০, ২০২৩ 

news-image

টোকিওতে অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াডে (আইপিএইচও ২০২৩) পাঁচটি পদক জিতে দেশকে গর্বিত করলো ইরানের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা। পাঁচজনের ইরানি এই শক্তিশালী দলে ছিলেন শায়ান ফিজ ওসকুয়ি, মেহেদি শিরিন বায়ান, মোহাম্মদ মেহেদি মুসাভি, আলী কানবারি এবং সিনা ফাত-হি।

প্রতিযোগিতায় মেহেদি শিরিন বায়ান, মোহাম্মদ মেহেদি মুসাভি, আলী কানবারি ও সিনা ফাত-হি রৌপ্যপদক জিতেছেন এবং শায়ান ফিজ ওসকুয়ি ব্রোঞ্জপদক জিতেছেন। সূত্র: মেহর নিউজ