আন্তর্জাতিক দাবায় রানার্সআপ ইরানের সারা খাদেম
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০২০

বেল্ট অ্যান্ড রোড ওয়ার্ল্ড চেজ ওমেন সামিট ২০২০ এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন ইরনের সারাসাদাত খাদেমালশারিয়েহ। তিনি ৫.৫ পয়েন্ট নিয়ে নারীদের এই দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নারী বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হু ইফান। তিনি ৬.৫ পয়েন্ট নিয়ে বেল্ট অ্যান্ড রোড ওয়ার্ল্ড চেজ ওমেন সামিট ২০২০ এর শিরোপা ঘরে তোলেন।
দাবা ইভেন্টটি ৪ ও ৫ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে তিনটিতে জয়, তিনটিতে ড্র ও একটিতে হারেন ইরানি এই গ্র্যান্ডমাস্টার। ইভেন্টের ৯টি রাউন্ডে বিভিন্ন দেশের ১০ জন দাবা খেলোয়াড় অংশ নেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।