বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক তিন উৎসবে লড়বে ইরানের ‘রুম নং ১৩’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০১৯ 

news-image

আমেরিকা ও যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরানি শর্ট ফিল্ম ‘রুম নং ১৩’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কাসরা তিরসাহার। ‘রুম নং ১৩’ তে একজন লেখকের কাহিনী তুলে ধরা হয়েছে। যিনি নিজের লেখালেখিতে নিমজ্জিত হয়ে পড়েন। নিজের লেখা গল্পের ভূমিকায় নিজেকেই উপস্থাপন করেন তিনি।

শর্ট ফিল্মটি পরিচালনা ও প্রযোজন করেছেন কাসরা তিরসাহার, লিখেছেন মোহাম্মাদ তাকি খাতেরিজাদেহ। যুক্তরাজ্যে ১৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া সপ্তাহব্যাপী লিফ্ট-অফ গ্লোবাল নেটওয়ার্ক সেশনে ছবিটি অংশ নেবে। এরপর ‘রুম নং ১৩’ যুক্তরাজ্যে ২০ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ফার্স্ট-টাইম ফিল্মমেকার সেশনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এছাড়া তিরসাহার শর্ট ফিল্মটি আমেরিকার নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি উৎসবে অংশ নেবে। মার্কিন এই চলচ্চিত্র উৎসবের প্রতিদ্বন্দিতা বিভাগে লড়বে ইরানি ছবিটি। ইভেন্টটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩১ জানুয়ারি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।