মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় রানার্সআপ ইরানি ছাত্রীরা

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩০, ২০২২ 

news-image

আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে তেহরানের আল-জাহরা বিশ্ববিদ্যালয়ের তিন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ছাত্রী। আন্তর্জাতিক ডিজাইন অ্যাওয়ার্ড (আইডিএ) ২০২২ এর শিক্ষামূলক খেলনা ডিজাইন বিভাগে তারা দ্বিতীয় স্থান অর্জন করেছে।২০০৭ সালে চালু হওয়া ইন্টারন্যাশনাল ডিজাইন অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ব্যতিক্রমী ডিজাইনের স্বপ্নদ্রষ্টাদের স্বীকৃতি দেওয়া, প্রচার ও প্রসার করা এবং বিশ্বব্যাপী আর্কিটেকচার, ইন্টেরিয়র, প্রোডাক্ট, গ্রাফিক এবং ফ্যাশন ডিজাইনে উদীয়মান প্রতিভা আবিষ্কার করা।বার্ষিক আইডিএ প্রতিযোগিতাটি আর্কিটেকচারাল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন ডিজাইন এবং প্রোডাক্ট ডিজাইনের পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়।ইরানি ছাত্রী পার্নিয়ান জামালি, নাজমেহ ফানৌদি এবং সাজেদেহ আশরাফপুর ‘গ্রিওন’ নামে একটি প্রকল্পের প্রস্তাব করেন। শিক্ষামূলক খেলনা ডিজাইন বিভাগে তাদের প্রকল্পটি সিলভার র‍্যাঙ্ক জিতে। সূত্র: তেহরান টাইমস।