সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা অলিম্পিয়াডে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০২৩ 

news-image

জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যা বিষয়ক ১৬তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে ইরানের শিক্ষার্থীরা তৃতীয় স্থান অর্জন করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এবারের ইভেন্টে পাঁচ সদস্যের একটি শিক্ষার্থী দল পাঠায়। এই বছর পোল্যান্ডের সিলেসিয়াতে জ্যোতির্বিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ১০ আগস্ট প্রতিযোগিতা শুরু হয়ে চলে ১০ দিন ব্যাপী।

আমির-মেহেদি ইসমাইলি তাহেরি, মেহেদি ওস্তাদ-মোহাম্মাদি এবং আরভিন রসুলজাদেহ ইরানের হয়ে তিনটি স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে, সারিনা ফারজাদনাসাব এবং আমির-হোসেন মুসাভিফার্দ দুটি রৌপ্য পদক জিতেছেন।

প্রতিযোগিতা শেষে ব্রিটেন পাঁচটি স্বর্ণপদক নিয়ে ইভেন্টের প্রথম স্থান অর্জন করে এবং ভারত চারটি স্বর্ণ এবং একটি রৌপ্য দিয়ে দ্বিতীয় স্থান দখল করে।

সূত্র: মেহর নিউজ।