আন্তর্জাতিক জোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ১৩, ২০১৮

আন্তর্জাতিক জোতির্বিজ্ঞান ও জোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে (আইওএএ) প্রথম স্থান অর্জন করল ইরানের শিক্ষার্থীরা। চীনে অনুষ্ঠিত অলিম্পিয়াডের এবারের ১২তম পর্বে তারা অংশ নেয়। জিতে নেয় ৫টি স্বর্ণপদক। এর মধ্য দিয়ে অলিম্পিয়াডে এবার প্রথম স্থান দখল করে ইরানি শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ইরানের ৯ জন শিক্ষার্থীকে দুটি টিমে বিভক্ত করে পাঠানো হয়। অলিম্পিয়াডে অংশ নেয়া এসব ছাত্রছাত্রী হলো- হোদা পুরঘোলামি, আমিরালী ইখতারে, আমিরপুয়া মঈনী, নাভিদ আকবর, আলিরাজা মোহাম্মদ, আলী ইউনুসী, কিয়ান বখতিয়ার, মোহাম্মদ সাদরা হায়দারি, এবং মোহাম্মদ শোজিয়ান।
ইরানি শিক্ষার্থীদের প্রথম টিমটি ৫টি সোনার মেডেল জয় করে, ঘরে তোলে অলিম্পিয়াডের শিরোপা। আর দ্বিতীয় টিমটি সংগ্রহ করে একটি স্বর্ণ ও তিনটি রৌপ্যপদক।
২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত অলিম্পিয়াডের আগের পর্বে তৃতীয় স্থান অর্জন করে ইরানি শিক্ষার্থীরা।আইওএএ এর এবারের আসর চীনের বেইজিংয়ে ৩ নভেম্বর শুরু হয়, চলে ১১ নভেম্বর পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।