আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম ইরানি কিশোর
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/09/3557590.jpg)
চীনে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক এশিয়ান শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে ইরানি কিশোর পারমিয়ান খোসরোবাদি।
১২ বছর বয়সী এই কিশোর উত্তরপূর্বাঞ্চলীয় ইরানের এসফারায়েনের ইন্সটিটিউট ফর দ্যা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টসের একজন সদস্য। চীনের এশীয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ষষ্ঠ আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে।
শান্তির বিষয়বস্তু নিয়ে আয়োজিত শিশু-কিশোরর চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি চায়না শহর বেনশিতে অনুষ্ঠিত হয়। এশিয়ার শিশুদের মধ্যে সাংস্কৃতিক ও শিল্পগত সম্পর্ক সম্প্রসার এবং ভবিষ্যতে বন্ধুত্ব প্রসারে একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্বের সাতটি দেশের ৪৩৯টি চিত্র প্রতিদ্বন্দ্বিতা করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।