বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক চিত্রকলা প্রতিযোগিতায় ৫ ইরানি শিশুর পুরস্কার জয়

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৩ 

news-image

জাপানে শিশুদের ১৩তম কাও আন্তর্জাতিক পরিবেশ চিত্রকলা প্রতিযোগিতায় পাঁচ ইরানি শিক্ষার্থী পুরস্কার জিতেছে।এবারের কাও ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট পেইন্টিং প্রতিযোগিতায় ১৩ হাজার ২১৪টি শিল্পকর্ম পাঠানো হয়। এবছর ইরানি সেন্টার ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট (সিআইডিসিএ) এর ৫ জন সদস্য পুরস্কার পেয়েছে।

তেহরানের সিআইডিসিএ নং ৪১-এর ৯ বছর বয়সী আহুরা বখতিয়ারি কাও পুরস্কার পেয়েছেন। ফারস প্রদেশের লোরেস্তান থেকে ৬ বছর বয়সী তারানোম শেখ শরিফী এবং পূর্ব আজারবাইজান প্রদেশের আজারশাহর থেকে ১০ বছর বয়সী জেইনব বাঘেরি ইকো-ফ্রেন্ডলি অ্যাওয়ার্ড ও বিশেষ জুরি পুরস্কার জিতেছে।

এছাড়াও, তেহরান সিআইডিসিএ নং ২১-এর ১১ বছর বয়সী বাহার রেজাইয়ান এবং বুশেহর প্রদেশের কাঙ্গান থেকে ৮ বছর বয়সী জাহরা মোজাফফারি পরিবেশবান্ধব পুরস্কার জিতেছে। সূত্র: মেহর নিউজ।