আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডামে ইরানের তিন ছবি
পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২০

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল রটারডামে অংশগ্রহণকারী ছবির তালিকা প্রকাশ করেছে উ’সবের আয়োজকেরা। এই তালিকায় রয়েছে তিন ইরানি ছবি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির এবারের ৪৮তম আসরে চলচ্চিত্রগুলো দেখানো হবে।
নির্মাতা সায়িদ রুস্তায়ি পরিচালিত ‘জাস্ট ৬.৫’ অংশ নেবে উৎসবের ভয়েস সেকশনে। অন্যদিকে নির্মাতা এহসান খোশবাখত পরিচালিত ‘ফিল্মফারসি’ ও সায়িদ নুরি পরিচালিত ‘ওমেন অ্যাকোরডিং টু মেন’ দেখানো হবে উৎসবের ডিপ ফোকাস সেকশনে।
৪৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল রটারডামে অংশগ্রহণকারী ছবির পূর্ণ তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ জানুয়ারি। সূত্র: আইএসএনএ।